Lifeline Policy

 মেটলাইফ-এর লাইফলাইন পলিসি কেবলমাত্র আপনার প্রয়োজনের কথা ভেবেই তৈরি। লাইফলাইন এমন একটি পলিসি যা আপনার অবসরকালীন জীবনকে চাকরি জীবনের মতো স্বচ্ছল ও আত্মনির্ভরশীল রাখতে সহায়তা করবে। আপনি পাবেন সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে আনলিমিটেড জীবনবিমা নিরাপত্তা (কোম্পানির অবলিখন নীতিমালা অনুযায়ী), দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিরাপত্তা ও আরও অনেক কিছু।

একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে অবসরকালীন জীবনে দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থকে মাসিক/ বাৎসরিক পেনশন হিসেবে গ্রহণ করতে পারবেন ১০০ বছর পর্যন্ত।
• বেসিক ফেইস অ্যামাউন্টের বাইরেও পাবেন পলিসি বোনাস।
• প্রিমিয়াম প্রদানকালীন সময়ে পলিসি লোন নেওয়ার সুযোগ।
• এক্সট্রা কিছু প্রিমিয়াম প্রদান করে ব্যক্তিগত অ্যাক্সিডেন্টাল কাভারেজের আওতায় পাবেন দুর্ঘটনাজনিত অতিরিক্ত কাভারেজ।
• চাইলে আপনি পলিসির সাথে যোগ করতে পারবেন এক্সট্রা রাইডার।
• বাংলাদেশের ট্যাক্স আইন অনুসারে পরিশোধ করা প্রিমিয়ামের উপরে পাবেন ট্যাক্স রিবেট।

আপনার বয়স ১৮ – ৫৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন। আপনার সুবিধামত মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
অবসরকালীন জীবনের চলার পথটাও হোক স্বচ্ছলতায়,মেটলাইফ লাইফলাইন পলিসির সাথে।
Contact Now...01629-569636

Comments

Popular posts from this blog

Top Tax Paying Organization in Bangladesh. Financial Associate. MetLife

Metlife Three Payment Plan Plus Plan