MetLife and AB bank Agreeman.
এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে ২৮ই ডিসেম্বর, ২০২০ তারিখে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, এবি ব্যাংকের এবি নিশ্চিন্ত ফিক্সড ডিপোজিটের গ্রাহকবৃন্দ কোন প্রিমিয়াম প্রদান ছাড়াই মেটলাইফ থেকে ৮০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। এবি ব্যাংক লিমিটেডের ডিএমডি জনাব আবদুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের পরিচালক, মুহাম্মদ আসিফ শামস চুক্তিতে স্বাক্ষর করেন।01629-569636

Comments
Post a Comment