Three Payment Plan Pulse


 Feel free contact me any time.....01629-569636

ছোট-বড় আনন্দগুলোকে অটুট রেখে জীবনের পথে এগিয়ে যেতে চাইলে প্রয়োজন নিখুঁত পরিকল্পনা, যাতে অনাকাঙ্ক্ষিত বিপদে সেগুলোর মুখোমুখি হওয়া যায় নির্ভয়ে। তাই বর্তমানের পাশাপাশি ভবিষ্যতকেও ভাবনাহীন রাখতে মেটলাইফ আপনাকে দিচ্ছে থ্রি পেমেন্ট প্ল্যান (থ্রিপিপি) প্লাস পলিসি, যা বিমা সুরক্ষার সাথে আপনাকে দিবে প্রদেয় প্রিমিয়ামের উপর আকর্ষণীয় মেয়াদপূর্তি মূল্য।

কি কি পাচ্ছেন থ্রিপিপি প্লাস পলিসিতে?
- মেয়াদপূর্তির আগেই অভিহিত মূল্যের ৫০% ফেরত।
- বিমা মেয়াদের এক-তৃতীয়াংশ (১/৩) সময় অতিবাহিত হলে অভিহিত মূল্যের ২৫% এবং দুই-তৃতীয়াংশ (২/৩) সময় অতিবাহিত হলে অভিহিত মূল্যের আরও ২৫% প্রদান করা হয়।
- মেয়াদপূর্তিতে অভিহিত মূল্যের অবশিষ্ট ৫০%, রিভার্সনারি বোনাস ও টার্মিনাল বোনাস / ক্যাপিটাল গ্রোথ ডিভিডেন্ডসহ (প্রযোজ্য হলে) প্রদান করা হয়।
- দুর্ঘটনাজনিত মৃত্যু ও দুর্ঘটনাজনিত কারনে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা বা অঙ্গহানির ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার পরিমাণ হবে মূল অভিহিত মূল্যের সমান বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা।
- দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বিমাকারী মূল অভিহিত মূল্যের ১৫% পর্যন্ত পেতে পারেন যার সর্বোচ্চ পরিমান হবে ৭,৫০,০০০ টাকা।
থ্রিপিপি প্লাস পলিসির ক্ষেত্রে আপনি আপনার পছন্দমত ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ বছর মেয়াদী পলিসি বেছে নিতে পারবেন। আপনার মূল পলিসির সাথে আপনি বিভিন্ন ঐচ্ছিক রাইডার সুবিধাও যোগ করতে পারবেন।
আপনার বর্তমান ও ভবিষ্যতের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আজই বেছে নিন মেটলাইফের থ্রিপিপি প্লাস পলিসি।

Comments

Popular posts from this blog

Top Tax Paying Organization in Bangladesh. Financial Associate. MetLife

MetLife DPS Plan